Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি:

প্রকাশিত: ১১:১৩, ১২ মে ২০২৫

শ্রীমঙ্গলে কালিন্দী সমাজের সম্মেলন অনুষ্ঠিত

সভায় কালিন্দী সমাজের মোড়লরা অংশ নেন। ছবি: আই নিউজ

সভায় কালিন্দী সমাজের মোড়লরা অংশ নেন। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালিন্দী সমাজ সু-সম্পর্ক ও উন্নয়নের লক্ষে অনুষ্ঠিত হয়েছে ৮ম সম্মেলন। রোববার সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়।

দুপুরে উপজেলার জাগছড়া চা বাগানে জাগছড়া কালিন্দী সমাজের আয়োজনে এ সম্মেলনে বিভিন্ন চা বাগান থেকে আসা কালিন্দী সমাজের মোড়লরা আলোচনায় সভায় অংশ নেন।

জাগছড়ার কালিন্দী সমাজের সভাপতি চন্দ্রধর কালিন্দীর সভাপতিত্বে ও পরেশ কালিন্দীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালিন্দী সমাজের সভাপতি নৃপেন্দ্র কালিন্দী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ।

কালিন্দী সমাজের সদস্য পরেশ কালিন্দী বলেন, ‘বাংলাদেশে কালিন্দী সমাজের প্রায় দশ হাজার পরিবার রয়েছে। আজ সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় ৩৫ টি চা বাগানের কালিন্দী সমাজের মোড়লরা সম্মেলনে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের সমাজের উন্নয়নের জন্য সকল নির্দেশনা ও পরিকল্পনা করেছি।’

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়