নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৭, ২ আগস্ট ২০২২
কর্মীরা চান হরতাল, ফখরুল বলেন, ‘আগে দখল করো’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথ দখলের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার ডাক দিয়েছেন। তিনি সবাইকে রেডি হয়ে যেতে বলেছেন। আওয়ামী লীগ সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের শাসন ফিরিয়ে আনবেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলের নেতাকর্মী ও সমর্থকদের সামনে এসব কথা বলেন তিনি। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুল রহিম নিহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা রাস্তা দখল করতে রাজি আছেন? রাস্তায় না নামলে কিছু হবে, রাস্তা দখল করতে হবে। আপনারা সবাই রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। আমরা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে টেনে হিচড়ে নামাব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব- এটা হোক আজকে আমাদের শপথ।’
এই সময় কর্মীরা ‘হরতাল, হরতাল’ শ্লোগান দিতে থাকলে মির্জা বিএনপির মহাসচিব বলেন, ‘হরতাল পরে দিও। আগে রাস্তা দখল কর।’
ফখরুল বলেন, ‘আর কোনো সময় দেওয়া চলবে না। এখন আমাদের দাবি একটাই- একদফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি? আসুন সেই এক দফা দাবি আদায় করার লক্ষ্যে, জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, জনগণের পার্লামেন্টে পাঠানোর লক্ষ্যে, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হই।’
প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনেক কথা বলেন। বলেছেন যে, বিএনপির নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দেবেন। হারিকেন ধরানোর সময় শেষ আপনাদের। হারিকেন ধরানোর টাইম পাবেন না, পেছনের রাস্তায় দিয়ে যাওয়ারও সময় পাবেন না। এরকম বহু ঘটনা আছে। শ্রীলংকায় রাজাপাকসে পালাতে গিয়েও সহজে পালাতে পারছিল না, আর প্রধানমন্ত্রী তো পালাতেই পারেনি, মালদ্বীপে গিয়ে বসে আছে। পালাতে চাইলেও জনগণ পালাতে দেয় না- সেই কথাগুলো মনে রাখবেন সেই কথাগুলো স্মরণ রাখবেন।’
তিনি বলেন, ‘গত ১৫ বছরে আপনারা এই বাংলাদেশকে একটা শশ্মানে পরিণত করেছেন, এই বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। কোথায় সাফল্য আপনাদের? এই মেট্রোরেল দেখিয়ে বলেন, পদ্মাসেতু দেখিয়ে বলেন- এখানে নাকি সব সাফল্য। অথচ এই ১৫ বছরে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, মানুষ দুই বেলা খেতে পারে না, সাধারণ শ্রমজীবী মানুষ হাহাকার করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ভোলায় আমাদের এক সহকর্মী খুন হয়ে গেছে। যে ভোলা বঙ্গোপসাগরের উপকূলে এক শান্তিপ্রিয় জেলা। আমরা কখনো শুনেনি সেখানে রক্ত ঝরেছে পুলিশের গুলিতে। সেই ভোলায় সম্পূর্ণ বিনা কারণে বিনা উসকানিতে জনগণের দাবি নিয়ে সমাবেশ করছিল সেখানে অতর্কিত গুলি করে আবদুল রহিমকে হত্যা করে পুলিশ।’
তিনি বলেন, ‘শুধু আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য হত্যা-নির্যাতন করে চলেছে পুলিশ। আমরা এখন নীরব হয়ে বসে থাকতে পারি না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে নব্বইয়ে গর্জে উঠেছিল মানুষ, ৫২ সালে গর্জে উঠেছিল মানুষ, ৬৯‘ এ গর্জে উঠেছিলো মানুষ আজকেও সেইভাবে গর্জে উঠতে হবে। দখল করে নিতে হবে রাস্তা-ঘাট, দখল করে নিতে হবে এই ক্ষমতাসীন তখতে-তাউস, প্রতিষ্ঠা করতে হবে জনগণের সরকার।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সমাবেশ থেকে আমি আহবান জানাতে চাই, আমাদের টার্গেট এই স্বৈরাচার, ফ্যাসিবাদ, লুটেরা সরকারকে হটানো, আমাদের টার্গেট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ মুক্ত করা, আমাদের টার্গেট ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। এই সরকার ক্ষমতায় থাকলে এসব কিছুই হবে না।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, ইকবাল হোসেন শ্যামল, মহানগর বিএনপির ইশরাক হোসেন, ইউসুফ মৃধা, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, মহিলা দলের নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, ওলামা দলের শাহ নেসারুল হক, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মতস্যজীবী দলের আবদুর রহিম, জাসাসের জাকির হোসেন রোকন, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার প্রমুখ।
- যে কারণে শ্রীলঙ্কা হবে না বাংলাদেশ
- একমাসে সড়কে প্রাণ গেলো ১৯০ জন শিক্ষার্থীর
- জুলাই মাসেই সড়ক খাতে ক্ষতি ৬৫৩ কোটি টাকা, ৮৭১ প্রাণহানি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের