আই নিউজ প্রতিবেদক
নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন দায়িত্বে
প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন সাত সাংসদ।
মন্ত্রিসভার পরিধি আরও বেড়েছে। নতুন করে আরও ৭ জন প্রতিমন্ত্রীকে যুক্ত করা হয়েছে দ্বাদশ মন্ত্রিসভায়। ইতিমধ্যে শপথ গ্রহণ করেছে মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন ৭ প্রতিমন্ত্রী। নতুন প্রতিমন্ত্রীদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন ৭ প্রতিমন্ত্রী কে কোন দায়িত্বে আছেন আই নিউজের এই প্রতিবেদনে জানাব সেই তথ্য। গতকাল শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে তাঁরা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন ৭ প্রতিমন্ত্রী হলেন প্রতিমন্ত্রীরা হলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের মো. আবদুল ওয়াদুদ ও চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।
এরিমধ্যে নতুন শপথ নেওয়া প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়েছে- মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা প্রতিমন্ত্রী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, নাহিদ ইজহার খানকে সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছেই ছিল।
এদিকে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।
এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এবার ৭ জন প্রতিমন্ত্রী যুক্ত হলেন। এ নিয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ১৮। সব মিলিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৪৪।
আওয়ামী লীগের আগের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫-২৬ জনে সীমাবদ্ধ ছিল। তবে প্রতিমন্ত্রী ছিলেন ২০ জনের মতো। এ ছাড়া তিনজন উপমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে আগের মন্ত্রিসভা ছিল ৪৯ সদস্যের।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের