নিজস্ব প্রতিবেদক
বিদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজার সৃষ্টির আশ্বাস
বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্প।
ক্ষুদ্র ও কুটির শিল্পকে বলা যায় দেশের তৃণমূল পর্যায়ের শিল্প। অল্প পুঁজি ক্ষেত্র বিশেষে পুঁজি ছাড়াই এ শিল্পে এসে রোজগার করছেন গ্রামে-গঞ্জের হাজারো মানুষ। সময়ের পরিবর্তনে বর্তমানে এ শিল্পের পণ্যের চাহিদাও বেড়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে তৈরি পণ্য বিদেশেও রপ্তানি করে বৃহত্তর বাজার সৃষ্টির আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সভ্যতার বির্বতনে যে সকল ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৃহত্তর বাজার সৃষ্টি করা হবে।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, তবে এ ক্ষেত্রে নারীদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আ স ম ফিরোজ, এস এম শাহজাদা ও কাজী কানিজ সুলতানা হেলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে মেলা প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।
পরে মন্ত্রী পদ্মাসেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের