সিলেট প্রতিনিধি
বিয়ানীবাজারে শতাধিক প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

অনুষ্ঠানে শতাধিক প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শতাধিক প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলীনগর ইউনিয়নের বর্তমান পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই কার্যক্রমের উদ্যোগ নেন বর্তমান ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক।
আলীনগর ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনির ও যুবনেতা নাজমুস শাকির চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।
ইউপি সদস্য মাওলানা জুবায়ের আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন আজাদ চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা আজাদ চৌধুরী এমবিই, এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মনজুরুছ সামাদ চৌধুরী মামুন, যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি আলহাজ কবির উদ্দিন, হান্নান হুসেন, লোকমান হুসেন, সুহেল আহমদ, এনামুল হক, শাহজাহান কবির, জাকির আজিজ চৌধুরী, আলীনগর ইউনিয়নের বিট অফিসার এসআই মোফাফখারুল ইসলাম, ময়নুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল আহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ছালেহ আহমদ, খালিকুল ইসলাম চৌধুরী বাবু, আব্দুল মুমিত সুমন, হেলাল আহমদ, সৈয়দ মনসুরুল হাসান, নজমুল ইসলাম, সালেহ আহমদ, শিক্ষক রোমান আহমদ, আলী আকবর সাইস্তা প্রমুখ।
বক্তারা প্রবাসীদের এমন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের জন্যে আলীনগর ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান, এবং এইধরনের উদ্যোগ প্রবাসীদের স্বদেশে স্বীকৃতি হিসেবে মন্তব্য করেন।
তারা বলেন, প্রবাসীদের বলা হয় রেমিট্যান্স যোদ্ধা, কিন্তু এই রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিয়ত বিশেষ করে বিমানবন্দরে হয়রানির শিকার হতে হয়। এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কাছে দেশে ফেরার সময়ে তারা হয়রানির মুখে পড়েন। তারা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আলীনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শতাধিক প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার