নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষা ২০২৩ ফলাফল
এবছর মৌলভীবাজার জেলার পাশের হার ৬৫ দশমিক ৪০ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর প্রকাশ করা হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৩ রেজাল্ট। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার কমার পাশাপাশি ধ্বস নেমেছে জিপিএ-৫ প্রাপ্তিতেও। অন্যদিকে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের থেকে ৩.৮১ পয়েন্ট বেশি এগিয়ে আছে মেয়েরা।
চলতি বছরের প্রকাশিত এইচএসসির ফলাফলে মৌলভীবাজারেও ধ্বস নেমেছে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতেও। এবছর জেলার পাশের হার ৬৫ দশমিক ৪০। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৩০৭ জন।
জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান আই নিউজকে জানান- এ বছর জেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিলো ১৭ হাজার ৫৭০ জন। এরমধ্য উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ৪৯০ জন। পরীক্ষা ফেল বা অকৃতকার্য হয়েছে ৬ হাজার ৮০ জন।
সিলেট শিক্ষা বোর্ড ও মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা ২০২২-এ মৌলভীবাজার জেলায় পাশের হার ছিলো ৭২ দশমিক ৫০ শতাংশ। জেলায় মোট জিপিএ ৫ পেয়েছিলো ৭৭৯ জন। সে তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ ৫ দুইটাই কমেছে। তখন জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১৩ হাজার ৯০৩ জন। এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৮০ জন। পরীক্ষায় ফেল করেছে তিন হাজার ৮২৩ জন।
সাফল্যের ধারাবাহিকতায় এবারও কমলগঞ্জের শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে শতাধিক (১১১ জন) শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এর মাঝে ১১১ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৯.৬৬ ভাগ।
এ বছর মৌলভীবাজার জেলার মধ্যে জেলা সদর থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৯টি প্রতিষ্ঠান থেকে অংশ নে ৫০৭০ জন শিক্ষার্থী। বিপরীতে পাস করেছে ৩১৫৯ জন। সদরে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। পাসের হার ৬২.৩১ শতাংশ।
রাজনগর উপজেলার মোট ৩টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৯৯৪ শিক্ষার্থী। পাস করেছে ৬৫৪ জন। জিপিএ-৫ শূন্য এ উপজেলায় পাসের হার ৬৫.৭৯ শতাংশ।
কুলাউড়া উপজেলায় ১৪টি প্রতিষ্ঠান থেকে ৩২০০ জনের বিপরীতে পাস করেছে ২২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। আর পাসের হার ৬৯.২৫ শতাংশ।
জুড়ীতে মোট ৪টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ১৩৫৮ জন। পাস করেছে ৮০৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাসের হার ৫৯.১৭ শতাংশ।
বড়লেখা উপজেলায় ৬টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ২১৬৭ জন। পাস করেছে ১৬২৪ জন। জিপিএ-৫ এসেছে ৭৬টি। পাসের হার ৬৭.৩০ শতাংশ।
শ্রীমঙ্গল উপজেলায় ৮টি প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ২৪১৩ জন শিক্ষার্থী। পাস করেছে ১৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। পাসের হার ৬৭.৩০ শতাংশ।
কমলগঞ্জ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৭০১ জন। এরমধ্যে সাফল্যের ধারাবাহিকতায় এবারও শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে শতাধিক (১১১ জন)
শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭১.৮০ শতাংশ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’