আইনিউজ ডেস্ক
আপডেট: ১৮:৩৭, ২১ আগস্ট ২০২২
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন
‘যানজটে পড়ায় নয়, দায়িত্বে অবহেলায় মুরাদনগরের ওসিকে প্রত্যাহার’
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। - ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, ‘আমি যানজটে পড়েছি সে কারণে নয়, মুরাদনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে, কারণ তিনি দায়িত্বে অবহেলা করেছেন। রোববার (২১ আগস্ট) সকালে এসব কথা বলেন তিনি।
ডিআইজি বলেন, মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। এটা প্রতিদিনের ঘটনা। প্রতিদিন যদি ঘটনা ঘটে সেখানে পুলিশের কিছু দায়িত্ব আছে। এখানে গতকাল (শনিবার) মনে হয়েছে, পুলিশ ইচ্ছে করলে যানজটটা সমাধান করতে পারে। রাস্তার এক পাশে কাজ চলছে। আরেকটা লেন খোলা আছে। দুই পাশে দুজন পুলিশ সদস্য দাঁড় করিয়ে দিয়ে এখানে যানবাহন সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়।’
তিনি বলেন, ‘আমি দেখলাম সেখানে বিশাল জ্যাম তৈরি হয়েছে। কোনো দিকেই গাড়ি যাচ্ছে না। আমি তখন জিজ্ঞেস করে জানতে পারি ওসি বাসায়। ওসি বাসায় অথচ ঘটনাস্থলে যানজট প্রতিদিনের ঘটনা। পরে ওসি জবাব দিল, যানজট নিরসন হাইওয়ে পুলিশের কাজ, তার কাজ নয়। হাইওয়ে পুলিশ ১২শ সদস্য নিয়ে সারা দেশ চালায়। ওসি এই কথা কীভাবে বলে। আমার কাছে মনে হয়েছে, যানজট নিরসনে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। জনদুর্ভোগ লাগব করার জন্য যে ভূমিকা পুলিশের পালন করার কথা ছিল তা তিনি করেননি। তার কাজে ঘাটতি ছিল বলে তাকে মুরাদনগর থেকে প্রত্যাহার করেছি।’
ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘যে দায়িত্ব নিয়ে জনদুর্ভোগটি দূর করতে পারবে বলবে, সে যাবে। বিষয়টা ছোট। আমি আটকা পড়েছিলাম বিষয়টা সেটা না। আমাকে মানুষজন আরেক দিক দিয়ে নিয়ে গেছে, আমি চলে গেছি। বিষয়টা সেটা না। এখনও কোম্পানিগঞ্জে যানজট আছে। আজ অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠিয়েছি কোম্পানীগঞ্জে।’
তিনি বলেন, ‘আমি দুই বছর ধরে এখানে কাজ করছি। আমি বিভিন্ন জায়গায় তো জ্যামে আটকা পড়ছি। সেটা তো কারণ ছিল না। কিন্তু কোম্পানীগঞ্জের বিষয়টা মনে হয়েছে পুলিশ ইচ্ছে করলেই কাজটা করতে পারে। থানার ওসি ইচ্ছে করলে কমিউনিটি পুলিশ দিয়েও সেখানকার যানজটটা নিরসন করা সম্ভব। সেটা না করে ওসি উল্টো বলেন, এটা তার কাজ না।’
ডিআইজি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ওসি দায়িত্বে অবহেলা করেছেন। তাই ওসিকে পরিবর্তন করব। যে বলবে পারবে তাকে মুরাদনগরে পাঠানো হবে। আসলে আমার যানজটে আটকা পড়ার সঙ্গে বিষয়টি সম্পর্কিত নয়।’
এর আগে শনিবার (২০ আগস্ট) কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেমকে দিনের মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়। তবে এরপর কথা উঠে চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি ৪৫ মিনিট যানজটে আটকে পড়ার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নেছার উদ্দীন আহমেদ (অপারেশন, ডিসিপ্লিন ও প্রসিকিউশন) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মুরাদনগর থানার ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো।
নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে শনিবার দুপুর ২টার মধ্যে তাকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রত্যাহারের ওই আদেশে ডিআইজির যানজটে আটকে থাকার কোনো বিষয় উল্লেখ করা হয়নি।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের