Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪২, ৯ এপ্রিল ২০২১

রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ

রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

বাকিংহাম প্যালেসের ঘোষণার বরাতে শুক্রবার (৯ এপ্রিল) দ্য গার্ডিয়ান এই তথ্যটি জানিয়েছে।

প্রিন্স ফিলিপের মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই বেদনার সঙ্গে রানী তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানীর অফিশিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ফেলেছেন তিনি’।

প্রিন্স ফিলিপ

জানা গেছে, অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি।

১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়