নিজস্ব প্রতিবেদক
সার-তেলের মূল্যবৃদ্ধি: চাষাবাদে দুশ্চিন্তায় কৃষকরা
ভরা আউশ-আমন মৌসুমে হঠাৎ জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। খেত প্রস্তুত থেকে শুরু করে সেচ দেওয়া, মাড়াই করা, ফসল ঘরে তোলা, শ্রমিকের মজুরি দেওয়া সব ক্ষেত্রেই বাড়তি খরচের বোঝা টানতে হচ্ছে তাদের।
জানা গেছে, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে ও চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১৪ টাকা হতে বৃদ্ধি করে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ টাকা হতে বৃদ্ধি করে ২২ টাকা পুননির্ধারণ করেছে সরকার।
মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সারের দাম কেজিতে ৬ টাকা বেড়ে যাওয়ায় প্রতি বিঘায় খরচ বেড়েছে ৫৫০ টাকা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ খরচ প্রতি বিঘায় প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। তারা জানান, আগে এক একর জমি চাষ ও সেচে খরচ পড়ত প্রায় সাড়ে ৪ হাজার টাকার মতো। বর্তমানে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় এখন খরচ বেড়েছে প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা।
কৃষকরা আরও জানান, হঠাৎ করে সার ও তেলের দাম বাড়ায় মানুষ এখন চাষাবাদ ছেড়ে দেবার অবস্থায়। কারণ ফলন উৎপাদন ব্যয় বাড়ছে অন্যদিকে কৃষক তার ফসলের ন্যয্য দাম পাচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সারের দাম বেড়ে যাওয়ার ফলে কৃষকরা বাড়তি সুবিধা পাচ্ছেন না। তবে হাওড় অঞ্চলের কৃষকরা ৭০% এবং নন হাওড় অঞ্চলের কৃষকরা ৫০% ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রংশ নিতে পারবেন। তিনি আরও বলেন, কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য উপজেলার ২ হাজার ৫শ কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল | Drongo Birds | Farmer | Eye News
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja 2021 | Moulvibazar
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
আড়ি পাতা বন্ধে মেসেঞ্জারে আসছে হোয়াটসঅ্যাপের সুবিধা
আড়ি পাতা বন্ধে মেসেঞ্জারে আসছে হোয়াটসঅ্যাপের সুবিধা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’