Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ০৪:৫৫, ৬ আগস্ট ২০১৯
আপডেট: ০৫:০৫, ৬ আগস্ট ২০১৯

ঢাকায় নিখোঁজ সাংবাদিক মুশফিক সুনামগঞ্জ থেকে উদ্ধার

গত শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন মুশফিকুর রহিম। শনিবার বিকেলে মায়ের সাথে দেখা করে আসার পর আর তাঁকে খোঁজে পাওয়া যায় নি।

আইনিউজ ডেস্ক: মোহনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সুনামগঞ্জের স্থানীয় একটি মসজিদের পাশে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে তিনি স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন মুশফিকুর রহিম। শনিবার ৩ আগস্ট গুলশান গোল চত্বরের একটি হোটেলে তার মামার সঙ্গে নাস্তা খান। এরপর মিরপুরে নিজের বাসায় যাওয়ার জন্য বাসে ওঠেন। কিন্তু বাসে ওঠার পর তিনি বুঝতে পারেন যে, বাসটি মিরপুরের নয়। এক পর্যায়ে বাসের লোকজন তার মুখে পানি জাতীয় কিছু স্প্রে করে। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। তার সন্ধান না পেয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মামা এজাবুল হক। অবশেষে মুশফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, দেখে মনে হচ্ছে মুশফিককে মারধর করা হয়েছে।

জানা যায় গত ২১ জুলাই মুশফিকুরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল এক অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগও করেন তিনি। সেই ঘটনার সুরাহা না হতেই নিখোঁজ হন মুশফিকুর।

এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়