Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

প্রকাশিত: ০৬:৫১, ২৬ মে ২০১৯
আপডেট: ০৬:৫১, ২৬ মে ২০১৯

যমজ সন্তানের মা হলেন পুতিনের প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক: মা হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেমিকা এলিনা কাভায়েব। গত মাসে একটি ভিআইপি ক্লিনিকে তিনি যমজ সন্তানের জন্ম দেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। অলিম্পিকে গোল্ড মেডেল জয়ী জিমন্যাস্ট এলিনা কাভায়েভের সঙ্গে পুতিনের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিলো অনেক আগে থেকেই। তোপে পড়ার ভয়ে রাশিয়ান গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে কোনো কথাই তোলে না। তবে নিউইয়র্ক টাইমস সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, গত মাসেই মস্কোর একটি নামিদামি ক্লিনিকে যমজ পুত্র সন্তানের জন্ম দেন পুতিনের প্রেমিকা। রাশিয়ার গণমাধ্যমে পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কিছু প্রকাশ করা না হলেও কাবায়েভার যমজ সন্তান প্রসবের খবরটি বেশ কয়েকটি রুশ গণমাধ্যমে প্রকাশ করা হয়। পরে অবশ্য ক্রেমলিনের চাপের মুখে পড়ে তা সরিয়ে নেওয়া হয়। তবে যতক্ষন খবরটি প্রকাশিত ছিলো ততক্ষণে তুলকালাম কাণ্ড ঘটে গেছে।  সার্জেই কেনেভ নামের রাশিয়ার একজন অনুসন্ধানী সাংবাদিক জানান, রাজধানী মস্কোর কুলাকভ রিসার্চ সেন্টার ফর অবস্টেট্রিকস, গাইনোকলজি অ্যান্ড পেরিনাটোলোজিতে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন কাবায়েভা। অন্যদিকে ব্রিটিশ দৈনিক দ্য সানের প্রতিবেদনে জানানো হয়েছে, এলিনা কাভায়েভের বয়স এখন ৩৬ বছর। তিনি মস্কোর ভিআইপি ক্লিনিকে যমজ পুত্রসন্তানের জন্ম দেয়ার সময় সেখানকার নিরাপত্তাব্যবস্থা এতটাই শক্তিশালী রাখা হয়েছিল যে, অস্ত্রোপচারের সময় ক্লিনিকের পুরো একটি তলায় আর কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি! কাবায়েভা হাসপাতালে ভর্তি হওয়ার আগে অসংখ্য নিরাপত্তা কর্মকর্তা পুরো হাসপাতালকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন বলে জানান সার্জেই কেনেভ নামের রাশিয়ান ওই সাংবাদিক। তিনি আরো জানান, কাবায়েভা ভর্তি হওয়ার পর ডেলিভারি ওয়ার্ড থেকে অর্ধেক মেডিকেল টিমকেই বের করে দেওয়া হয়। ইতালি থেকে বিখ্যাত একজন চিকিৎসক এসে অস্ত্রোপচার করেন। তবে সেই চিকিৎসকের নাম কি ছিলো তা প্রকাশ করেন নি ওই সাংবাদিক। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়