প্রকাশিত: ১৩:৪৬, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১৩:৪৮, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১৩:৪৮, ২৫ এপ্রিল ২০১৯
হাওরে শ্রমিক সংকট, বিপাকে জামালগঞ্জের কৃষকরা
জামালগঞ্জ: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হাওর জুড়ে জমিতে পাকা ধান থাকলেও পাকা ধান কেটে ঘরে তোলার জন্য নেই শ্রমিক। আর এই শ্রমিক সংকটের কারণে ফসল ঘরে তোলতে পারছেন না উপজেলার ৬টি ইউনিয়নের লক্ষাধিক কৃষক। বেশি টাকা দিয়েও শ্রমিক না পাওয়ায় অনেকটা বাধ্য হয়েই সন্তানদের স্কুল যা্ওয়া বন্ধ করে সন্তানদেরকে নিয়েই মাঠের পাকা ধান কাটছেন এলাকার কৃষকরা। অন্যদিকে শিক্ষার্থীরা মাঠে থাকায় স্কুলগুলোতে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা খুবই কম।
উপজেলার হাওর পাড়ের কৃষকরা জানান, খরা, বৈরি বাতাস, পোকা, সময় মত বৃষ্টি না হওয়া, অসময়ে শিলাবৃষ্টি, ঝড় প্রভৃতির কারণে এমনিতেই হাওরের বোর ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আরা বর্তমানে শ্রমিক সংকটের কারণে অবশিষ্ট সেই ধানও ঘরে তোলতে পারছেন না কৃষকরা। তারা জানান, একজন শ্রমিক সারা দিনে ১০ শতাংশ জমিনের ধান কাটতে পারে। আর ১০ শতাংশ জমিতে সর্বোচ্চ ৩ থেকে ৪ মণ ধান হয়। শ্রমিকের মজুরি দিতে এক মণের উপরে ধান বিক্রি করতে হয়। এই ধান মাড়াই করতেও টাকা লাগে। এভাবে দিনশেষে সব খরচ বাদ দিয়ে কৃষকরা লাভ নয় বরং মূল ফসলই পান না।
অন্যদিকে শ্রমিক না থাকায় বাধ্য হয়েই বাবার সাখথ মাঠে ধান কাটতে হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের।
কাশীপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি তুলনামূলক অনেক কম। শিক্ষার্থীরা এখন হাওরে ধান কাটায় ব্যস্ত। ধান কাটা শেষ হলে নিয়মিত স্কুলে আসবে।’
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়