প্রকাশিত: ১৩:০৯, ১৯ জুন ২০১৯
আপডেট: ১৩:০৯, ১৯ জুন ২০১৯
আপডেট: ১৩:০৯, ১৯ জুন ২০১৯
জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ
আইনিউজ ডেস্ক: জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। এ নিয়ে আনন্দে উদ্ভাসীত জেলেরা।
মৌসুম শেষ হলেও বঙ্গোপসাগর ও তার মোহনা সংলগ্ন বিষখালি, বলেশ্বর নদী ও গভীর সমুদ্রে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় দামও রয়েছে ক্রেতাদের নাগালে।
গত কয়েক সপ্তাহ ধরে গভীর সমুদ্র থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) পাথরঘাটায় আসছে ইলিশ বোঝাই ট্রলারগুলো। সেখানে সাগর থেকে ফেরা ইলিশভর্তি ট্রলারগুলোকে ঘাটে সারিবদ্ধভাবে নোঙর করে থাকতে দেখা যায়।
মৎস্য বিভাগ জানাচ্ছে, ইলিশের প্রজনন মৌসুমে বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ-নদীতে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। এ সময় জেলেরা সব ধরনের মাছ শিকার থেকে বিরত ছিলেন। যার ফলে সাগর ও নদীতে ইলিশের পরিমাণ বাড়ছে।
মৌসুমের শুরুতে চলতি বছর ইলিশের দেখা মেলেনি। মৌসুম শেষে এখন কাঙ্ক্ষিত মাছ জালে ধরা দেওয়ার হাসি ফুটেছে জেলে, আড়ৎদার ও মৎস্যজীবিদের মুখে। সরেজমিনে সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। সব মিলিয়ে শেষ সময়ে আনন্দের জোয়ারে ভাসছেন সবাই। অন্যদিকে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়ায় উপকূলীয় জেলে পল্লীগুলোতে ফিরেছে স্বস্তি।
পাইকার ব্যবসায়ীরা জানান, এ বছর পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় ঢাকা, যশোর, মাগুরা, রাজশাহী, রংপুর, পাবনা, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় চাহিদা অনুযায়ী ইলিশ চালান করতে পারছেন তারা।
এসটি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়