সুনামগঞ্জ প্রতিনিধি
ধানের খলায় আগুন, দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

সংগৃহীত ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় দুইপক্ষের ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপির নোয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, মাহমুদুল হাসান, মুসাব্বির, রাসেল, হোসেন, সাকিব, খোরশেদআলী, ডালিম, মজিবুর, খছরুল, কাশেম, লোকমান, আব্দুস ছালাম, মোকাবির।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়ানগর গ্রামের কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলী গ্রুপ গ্রামে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য জয়নাল মিয়ার গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে জয়লান মিয়ার ধানের খলায় আগুন দেয় কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, হাফিজ উদ্দিন, আজগর আলী ও শাহাজ উদ্দিনের লোকজন। এ নিয়ে বুধবার সকালে কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে জয়নাল মিয়াকে খলায় মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে জয়লান মিয়ার লোকজন আজগর আলী গ্রুপের লোকজনের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।
খবর পয়ে তাহিরপুর থানার এসআই দীপংকর, মনিতুষ পাল, জহুর লাল, কবির, এএসআই বেলালসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১৩ জনকে আটক করা হয়।
গুরুতর আহতরা হলেন, আবুল বাসার, সামছুল ইসলাম, খছরুল মিয়া, টিটন মিয়া, শফিকুল ইসলাম, হাবিবুর মিয়া, এরশাদ মিয়া, শাফিনুর মিয়া, রুমেনা বেগম, স্বপন মিয়া, মোছাব্বির মিয়া, ডালিম মিয়া, আব্দুস ছালাম, হাবিবুর, রোমেনা বেগম, রাহুল, জনি, আলী নেওয়াজ, হযরত আলী, আজগর আলী, জিয়াউর রহমান, মুন্না, হেনরা বেগম। গুরুতর আহত ১৯ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, মুন্না, জিয়াউর, আব্দুল্লাহ, মকবুল হোসেন, সামাল, বিল্লাল, রোমানা, জয়নব বেগমসহ ১১ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলীর পেশা হাওরে মাছ ধরা। অপরদিকে জয়নাল মিয়ার লোকজনদের পেশা কৃষিকাজ। মূলত কৃষিকাজে ব্যাঘাত ঘটানো ও আধিপত্য বিস্তারের জন্যই এই সংঘর্ষ বাধায় কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলী ও তার লোকজন।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন