Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৮ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ২৯ এপ্রিল ২০২০

সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে জানা গেল তিনি মৃত

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে বাদশা নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বাংড়া ইউপির খিলদা প্রয়াত হরিপদ ভৌমিকের ছেলে বিধান ভৌমিকের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক ওই ইউপির ধুনাইল গ্রামের মোকছেদ আলীর ছেলে বাদশা। তিনি রড মিস্ত্রির কাজ করতেন।

ব্যবসায়ী সামছুল জানান, বাদশা নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিং (বাঁশ-কাঠ) খোলার জন্য নিচে নেমে উঠতে পারছিলেন না। পরে এক লোক চিৎকার দিলে কয়েকজন উপরে উঠানোর চেষ্টা করেন। পরে কালিহাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সেপটিক ট্যাংকের ওয়াল কেটে তাকে উদ্ধার করে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে কালিহাতী থানার ওসি এবং ইউএনও’র অনুমতিক্রমে বাংড়া ইউপির চেয়ারম্যানের নিকট তাকে হস্তান্তর করি।

এদিকে স্থানীয়রা ওই নির্মাণ শ্রমিক বেঁচে আছে ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়