Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ২৯ এপ্রিল ২০২০

‘মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে’

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্নবিত্ত শ্রেণির পাশাপাশি মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে, সরকারের পক্ষ থেকে দেশের সর্বত্র মানবিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

বুধবার রাজধানীর মিরপুর ১০-এ অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা বিতরণের সময় শিল্প প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে দু’শ পরিবারের প্রত্যককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ পিস হ্যান্ড স্যনিটাইজার ও ১ পিস সাবান দেয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করতে সব শ্রেণির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ঘোষিত বিশাল অংকের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ চলছে। দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিন বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সরকারের কর্মতৎপরতার ফলে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ সময়ে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা অনুসরণ করে যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়