Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৮ ১৪৩২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ২৯ এপ্রিল ২০২০

পেকুয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেকার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পেকুয়া উপজেলা টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ত্রাণের চাল আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে পদ থেকে সাময়িক বরখাস্তের সুপারিশ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, টইটং ইউপির হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম। কিন্তু এসব চাল তিনি সরকারি খাদ্য গুদাম থেকে তুলে বিতরণ না করে আত্মসাৎ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের ১৫ টন চালের কোনো হদিস পাচ্ছে না প্রশাসন। উপজেলার টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চাল উঠালেও বিতরণের কোনো নথি জমা দেয়নি সংশ্লিষ্ট দফতরে। উল্টো এ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসলে নিজেকে আড়াল করে আত্মগোপন করেন তিনি।

সূত্রে আরো জানা যায়, কক্সবাজারের ডিসি কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে ২০১৯ সালের ২৯ জুলাই মানবিক সহায়তা হিসেবে ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এরইমধ্যে ২৫ টন চাল বিলি করা হয়েছে। সম্প্রতি করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালক ও অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য গত ৩১ মার্চ টইটং ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী অনুকূলে ১৫ টন চাল উপ বরাদ্দ দেয়া হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামি ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে আটকে অভিযান চালানো হচ্ছে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়