Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৮ ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৮, ২৯ এপ্রিল ২০২০

ফটোসেশন করে পুষ্টি সপ্তাহ পালন

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

নাম মাত্র ফটোসেশন করে ১৫ থেকে ২০ জন নারী-পুরুষকে একটি করে সাবান দিয়েই জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযগে উঠেছে দিনাজপুরের খানসামা (পাকেরহাট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার গর্ভবতী, গরিব ও দুস্থ পুষ্টিহীনের শিকার নারীদের ত্রাণসামগ্রী দেয়ার কথা রয়েছে।

সাবান পাওয়া কয়েকজন জানান, তাদেরকে মাস্ক ও সাবান দেয়ার কথা বলে রাস্তা থেকে ডেকে নিয়ে একটি করে গোসল করার ৩০ টাকা মূল্যের লাইফবয় সাবান দিয়ে পুষ্টি সপ্তাহের ব্যানারে ছবি তুলেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৩ থেকে ২৯ এপ্রিলের মধ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করার কথা। এ উপলক্ষে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দুস্থ ও গরিব লোকদের ত্রাণসামগ্রী উপহার দেয়ার জন্য ১ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়। কিন্তু অনেক উপজেলায় গর্ভবতী, দুস্থ ও গরিব নারী-পুরুষকে ত্রাণসামগ্রী দেয়া হলেও খানসামা উপজেলা স্বাস্থ্য বিভাগ এসবের কিছুই দেয়নি।

উপজেলার পাকেরহাট এলাকার কুলি সামসুল আলম বলেন, ‘হামরা পাকেরহাটে ট্রাক লোড করিছি এমন সময় হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী এসে আমাদেরকে মাস্ক ও সাবান দেয়ার কথা বলে ডেকে আনে। এরপর ৩০ টাকা মূল্যের একটি করে লাইফবয় সাবান হাতে দেয়। পরে আমরা সাবান নিয়ে ছবি তুলে চলে আসি।’

এ বিষয়ে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামসুদ্দোহা মুকুল বলেন,‘ আজ (বুধবার) সকালে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্যার ফোন করে জানান, আজকে পুষ্টি সপ্তাহের শেষ দিন। কয়েকজনকে সঙ্গে নিয়ে সাবানগুলো বিতরণ করে দিয়েন।

ওই কর্মকর্তার হাসপাতালে উপস্থিত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার ছুটিতে আছেন। স্যার আমাকে আরো বলেছেন, আজকে আপাতত অনুষ্ঠানটা সেরে নেন পরে আরো কর্মসূচি গ্রহণ করা হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করলেও ওই কর্মকর্তা প্রায়ই হাসপাতালে অনুপস্থিত থাকেন বলেও অভিযোগ করেছেন অনেকে।

খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু রেজা মো. মাহমুদুল হকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ও মেসেজে বক্তব্য নেয়ার জন্য ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষেয়ে জানতে চাইলে ইউএনও আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন,‘পুষ্টি সপ্তাহ উপলক্ষে যে বরাদ্দ আসছে সেগুলো দুস্থ ও গরিব পরিবারকে দেয়ার কথা। অন্য অনেক উপজেলায় এটা করা হয়েছে। কিন্তু খানসামা উপজেলা স্বাস্থ্য শুধু মাত্র একটি করে সাবান দেয়া হয়েছে বলে আমি জেনেছি।’

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার সঙ্গে ওই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি অসুস্থ্য থাকায় ছুটির বিষয়টি তাৎক্ষণিক আমাকে জানাতে পারেননি বলে জানিয়েছেন। আর পুষ্টি সপ্তাহের ১ লাখ টাকা খরচ না করে মাত্র একটি করে সাবান দিয়েছেন এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘আমাকে খানসামা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেছেন, পুষ্টি সপ্তাহের টাকা আমি অফিসে গেলে ইউএনও’র সঙ্গে সমন্বয় করে দুস্থদের মাঝে বিতরণ করব।’

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়