Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

সারাবাংলা

প্রকাশিত: ১৪:৫২, ৬ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে দুইজন। আরোগ্য লাভ করেছেন সাতজন। আইসোলেশনে আছেন আটজন।

টাঙ্গাইলের সখীপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন যাবৎ তিনি জ্বর ও ঠান্ডা রোগে ভুগছিলেন গতরাতে তিনি মারা যান। পরে স্বাস্থ্য বিভাগের লোক এসে নমুনা নিয়ে গেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আব্দুস সোবাহান জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল মালেক (৫০) শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান।

টাঙ্গাইলের আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন আটজন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৮০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৭৬ জন। হোম কোয়ারেন্টাইন থেকে মোট ৪৬৪৫ জন ছাড় পেয়েছেন। টাঙ্গাইলের সিভিল সার্জনের অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়