Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

তেজগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ৯ মে ২০২০

করোনার উপসর্গ নিয়ে আরেক পুলিশের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এনামুল হক (৪৫) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

শনিবার সকালে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান।

ওসি আলী হোসেন খান বলেন, “করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।”

পরে কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন,  “এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে পুলিশ বাহিনীতে মোট ছয়জন কোভিড-১৯ এ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার পুলিশ সদস্য। । এছাড়া করোনা আক্রান্ত মোট ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়