নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১৮ মে ২০২০
আপডেট: ২১:১৭, ১৮ মে ২০২০
আপডেট: ২১:১৭, ১৮ মে ২০২০
‘নিজের জন্য না, কষ্ট হইতাছে দুইডা মাইয়ার জন্য’

‘স্যার, দুই দিন ধইরা রুটি পানি দিয়া ভিজাইয়া খাইয়া আছি। চাউল, ডাইল, আলু, তেল কিছুই নাই। একটু সাহায্য করলে আমার দুইডা মাইয়া নিয়া একটু ভাত খাইতে পারতাম। নিজের জন্য না, কষ্ট হইতাছে আমার দুইডা মাইয়ার জন্যে। অগো মুখের দিকে তাকাইতে পারি না।’
সোমবার (১৮ মে) এভাবে নিজের অভাব ও অসহায়ত্বের কথা বলেন রাজধানীর রায়েরবাজার এলাকার হালিমা বেগম।
হালিমা বেগম অন্যের বাসায় রান্না ও কাপড় ধোয়ার কাজ করতেন। করোনা মহামারির কারণে এখন হালিমা বেগমের হাতে কাজ নেই। কাজ না থাকায় রোজগারও নেই। কিছু ত্রাণ সামগ্রী পেলেও তা শেষ হয়েছে। এখন আর ত্রাণ পাচ্ছেন না। তাই রাস্তার মোড়ে মোড়ে বসে থাকেন আর মানুষ দেখলেই কাঁদতে কাঁদতে সাহায্য চান। খবর: রাইজিংবিডি
হালিমা বেগম বলেন, ‘ভাই, ঢাকা শহরের মানুষ খুব কঠিন মনের। মায়া-দয়া কম। এত টাকা-পয়সা দিয়া কী করবে এই বড়লোকেরা? আমাগো মতো গরিবদের কেউ সাহায্য করতে চায় না। আমরা তো ইচ্ছা করে সাহায্য চাইছি না। করোনার কারণে কেউ কাজ দেয় না।’
তিনি বলেন, ‘আমি তিন বাসায় রান্না কইরা দিতাম। দুই বাসার মানুষ সবাই গ্রামের বাড়ি চইলা গেছে অনেক আগেই। এক বাসায় মানুষ থাকলেও বলে দিছে, করোনার পর আবার রান্না করতে যাইতে। এখন নাকি তারা কাজে রাখবে না আমাকে। আর রান্না না করলে তো বেতনও দেবে না। গত মাসে কিছু বেতন পাইলেও এই মাসে এক টাকাও কেউ বেতন দেয়নি।’
হালিমা বেগম তখন কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার দুইডা মাইয়া । মুখের দিকে তাকাইতে পারি না। কলিজাডা ফাইট্টা যায় মাইয়াগো মুখের দিকে তাকাইলে। আল্লাহ আমারে কোন পরীক্ষার মধ্যে ফেলাইছে বুঝতে পারি না। এই রোগ কবে দেশ থেকে যাবে বলতে পারেন। এত কষ্ট আর সয় না। কেউ কাছে ঘেঁষতে দেয় না। সবাই দূর দূর কইরা তারাইয়া দেয়।’
ধানমন্ডি জিগাতলা, ১৫ নাম্বার বাস স্ট্যান্ড, শঙ্কর, সিটি কলেজ, নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, হালিমা বেগমের মতো শত শত মানুষ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বা বসে রয়েছেন। সবার প্রত্যাশা, কেউ আসবেন তাদের ত্রাণ দেওয়ার জন্য।
আরডি/আইনিউজ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
সর্বশেষ
জনপ্রিয়