Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ১৯ মে ২০২০

পাটুরিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবি

ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পল্টুনের কাছে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত আট জনকে উদ্ধার করা হয়েছে। তবে কতজন ডুবেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় আগে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

পাটুরিয়া নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লাবু মিয়া জানান, পাটুরিয়া ঘাটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পারাপারের চেষ্টা করে কিছু যাত্রী। পরে ফেরিঘাটের ৫ নং পল্টুন এলাকায় ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। এ পর্যন্ত ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কতজন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়