Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ২৪ মে ২০২০

আড়াইহাজারে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৪

ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে আড়াইহাজার ফায়ার সার্ভিস।

রোববার দুপুরে আড়াইহাজার পৌরসভা বাজারে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- শিবপুরের জয়নব আলীর ছেলে মনসুর, নোয়াপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে হরমুজ আলী, দক্ষিণপাড়ার রমিজউদ্দিনের ছেলে আলম, কাজী কান্দাপাড়ার রমজানের ছেলে ইব্রাহিম। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই বাজারে ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, বাজার জামে মসজিদ সংলগ্ন মার্কেটের নিচতলায় হরমুজ আলীর চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারের আগুন সেপটিক ট্যাংকে ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটেছে। এতে দোকানে আগুন ধরে আশপাশে থাকা চারজন দগ্ধ হয়েছেন।

আড়াইহাজার থানার এসআই শামীম আইনিউজকে বলেন, দগ্ধ চারজনের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়