Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৬, ৩১ মে ২০২০

এসএসসি

সিলেট বোর্ডে জিপিএ-৫ বেড়েছে দ্বিগুণ

ফাইল ফটো

ফাইল ফটো

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৮৩ জন। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

রোববার সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর এসএসসিতে সিলেট বোর্ডের অধীনে এক লাখ ১৬ হাজার ১০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন। এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে জিপিএ-৫।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, এ বছর পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। যা গত বছর ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৮৩ জন। যা গত বছর ছিল দুই হাজার ৭৫৭।

তিনি আরো জানান, এ বছর সিলেট বোর্ডে শতভাগ পাশ করেছে ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। যা গত বছর ছিল ২২টি। গত তিন বছরের মতো এবারও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল নেই।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়