Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:১২, ৭ জুন ২০২০

নারায়ণগঞ্জের তিনটি এলাকা লকডাউন

করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা (রেড জোন) হিসেবে চিহ্নিত করে নারায়ণগঞ্জের রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলাকে লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ওই তিনটি এলাকা লকডাউন ঘোষণা করেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসক লকডাউন ঘোষণা করার পর তিনটি এলাকার সংশ্লিষ্ট থানা পুলিশ সেখানে গিয়ে লকডাউন কার্যকর করে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোনো ব্যক্তি ওই এলাকায় যেতে পারবেন না। এলাকায় কোনো গণপরিবহন থামবে না। এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে।

এরই সাথে ধর্মীয় উপাসনালয়গুলোতে জনসাধারণের যাতায়াত আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাইকে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়