Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ২২ জুন ২০২০

করোনায় চট্টগ্রামের প্রবীণ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক ললিত কুমার দত্ত মারা গেছেন। রোববার(২১ জুন) রাত ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ডা. ললিত কুমার দত্ত নাক, কান ও গলা বিশেষজ্ঞ হিসেবে চট্টগ্রামে সুপরিচিত ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯৭১ সালে ভারতের গোকুল নগর ক্যাম্পে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন।

মৃত ডা. ললিত কুমার দত্তের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তবে তিনি দক্ষিণ নালাপাড়ায় নিজ বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব বলেন, এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে এই চিকিৎসক বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে করোনা পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করা হয়, সেই রিপোর্ট পজিটিভ আসে।

এরপর শুক্রবার উনাকে জেনারেল হাসপাতালে আনা হয়। শ্বাসকষ্ট নিয়ে উনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত রাত ১১টার দিকে তিনি মারা যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়