Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২২, ২৩ জুন ২০২০

জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল পাঁচশ

সারাদেশের মতো জামালপুরেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচশ । গেল ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

নতুন ২৩ জনের মধ্যে ইসলামপুর উপজেলায় ৩ জন, মাদারগঞ্জ ২জন,  বকশীগঞ্জ ১ জন, সরিষাবাড়ী ১ জন এবং  সদরে ১৬ জন রয়েছেন। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মোট আক্রান্তের মধ্যে সরিষাবাড়ী ৪৩, মেলান্দহ ৭৪, মাদারগঞ্জ ৩৫, বকশীগঞ্জ ৪৮, দেওয়ানগঞ্জ ৩৩, ইসলামপুর ৯৬ ও সদর উপজেলায় ১৭৪জন রয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় সেখানে সুস্থ হয়ে উঠেছেন ৬ জন এবং মারা গেছেন ১ জন। ফলে বর্তমানে সেই জেলায় মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২০৭ জনে। এরই সাথে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে।  যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

আইনিউজ/এসডিপি/ এএস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়