Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

সারাবাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ২৪ জুন ২০২০
আপডেট: ১২:৪০, ২৪ জুন ২০২০

দ্রুত সুস্থ হওয়ার আশায় করোনা রোগীর জীবাণুনাশক পান

কুষ্টিয়া শহরের হাওজিং এলাকায় ঘটল এক কাণ্ডহীন ঘটনা। দ্রুত করোনা সারাতে নারী (৪৮) রোগী পান করলেন জীবাণুনাশক। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

তাকে গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই রোগীর কয়েকদিন আগে পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। এরপর বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিয়ে আসছিলেন। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়,রোগী দ্রুত সুস্থ হওয়ার আশায় তিনি বাড়ির সবার অজান্তে জীবাণুনাশক পান করেছেন। এতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে আনা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, কোনো জীবাণুনাশক মানুষের শরীরে প্রবেশ করানোর বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। কারণ, জীবাণুনাশক বাহ্যিক প্রয়োগের জন্য। এগুলো করোনাভাইরাসসহ বিভিন্ন রোগজীবাণু ধ্বংসের ক্ষমতা রাখে, এটা সত্য। কিন্তু ইনজেকশন করে বা অন্য কোনোভাবে শরীরের ভেতরে প্রবেশ করালে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার  বলেন, তিনি খুব বেশি পরিমাণে জীবাণুনাশক পান করেননি। তাই আপাতত তিনি শঙ্কামুক্ত আছেন।

 আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়