Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ২৮ জুন ২০২০

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ভারি বর্ষণ ও তিস্তার পানি আসা যাওয়ার খেলায় ডুবে যাচ্ছে ফসলি জমি। অসহায় অবস্থায় আছেন নদী পাড়ের মানুষজন। প্রায় ৮শ হেক্টর পাট, ভুট্টা ও চিনা বাদাম ক্ষেত তলিয়ে গেছে।

লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরবর্তী ১৬টি ইউনিয়নের প্রায় ৪৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ। 

দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় তা দুই সেন্টিমিটার কমে আসে। 

লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । বন্যা কবলিত এলাকায় ৬ লাখ ২৬ হাজার টাকা ও ৮০ মেট্রিকটন জিআরের চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। 

গত শুক্রবার থেকে তিস্তার নদীর পানি একই পয়েন্টে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পয়েন্টে তিস্তার বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটার। বর্তমানে পানির প্রবাহ চলছে ৫২ দশমিক ৮০ মিটার। যা প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া রক্ষনাবেক্ষন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, তিস্তার পানি রবিবার  সকালে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।

 আইনিউজ/টিএ

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়