Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ২ জুলাই ২০২০
আপডেট: ১৪:২৫, ২ জুলাই ২০২০

জামালপুরে আরো একটি নিম্নাঞ্চল প্লাবিত

কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। কিন্তু উন্নতি হচ্ছে না জামালপুরে বন্যা পরিস্থিতির। জেলায় নতুন করে আরো একটি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাত উপজেলায় আট পৌরসভা ও ৪৩টি ইউনিয়ন এখন পানিবন্দি।

জেলাটির ৩ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ পানি বন্দি।  বন্যায় নলকূপগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এদিকে গত পাঁচ দিনের বন্যার পানিতে ডুবে মারা গেছে ৮ জন।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৫ সেন্টিমিটার কমে বৃহস্পতিবার সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানিতে ডুবে গেছে গরুর চারণ ভূমি, বিস্তীর্ণ ফসলের মাঠসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্থ হয়েছে মানুষের একমাত্র আশ্রয়স্থল বসতবাড়ি। প্রতিদিন নষ্ট হচ্ছে গ্রামীণ কাঁচা-পাকা সড়ক। 

যে পথ ধরে প্রান্তিক মানুষগুলো জেলা শহরে যাতায়াত করত সেই সড়কগুলো পানিতে তলিয়ে থাকায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকেই আশ্রয়ের জন্য উঁচু সড়ক, ব্রিজ ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তবে সবার মধ্যেই রয়েছে করোনা আতঙ্ক।

সরকারি হিসাব মতে, জামালপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ  হয়েছে ৮৫ হাজার ২শ পরিবার। পানিবন্দি আছে ৩ লাখ ৫৯ হাজার ৪২ জন মানুষ।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়