Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ৬ জুলাই ২০২০

টেকনাফে বন্দুকযুদ্ধে দুুুই রোহিঙ্গা মাদক পাচারকারি নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক পাচারকারি নিহত হয়েছে। এসময় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। নিহতরা হল, উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের ২/ই এর বাসিন্দা মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ আলম (২৬) এবং বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কে/৩ ব্লকের বাসিন্দা মো. এরশাদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৪)।

এসময় ঘটনাস্থল থেকে  ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীরে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান।

বিজিবির দাবি, নিহতরা মাদক পাচারকারি। ঘটনাস্থলে তাদের মৃতদেহের পাশ থেকে ইয়াবাসহ অস্ত্র ও গুলি পাওয়া গেছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়