Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১১, ৭ জুলাই ২০২০

কুষ্টিয়ায় পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নৌকাডুবিতে ৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নৌকায় থাকা অপর ৯ জন সাঁতরে তীরে উঠে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)। এদের সবার পেশায় দিনমজুর।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান, সাদিপুর একটি রিমোর্ট এলাকা হওয়ায় আমরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে পাবনার ফায়ার সার্ভিস দল কাজ করছে।

 

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়