Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৭, ৮ জুলাই ২০২০

বিএসএফের ভয়ে নদীতে ঝাঁপ, ভেসে উঠলো লাশ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী  সীমান্তের গেরুয়াডাঙ্গী এলাকায় ৩৭৯ নম্বর পিলারের কাছাকাছি নাগর নদীতে লাশ ভেসে উঠে। লাসটি রাজু আহম্মেদ (১৮) নামের এক যুবকের। নিহত রাজু আহম্মদ হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের  রুহিয়া গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

নদী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার ডাবরী  সীমান্তের গেরুয়াডাঙ্গী এলাকায় ৩৭৯ নম্বর পিলারের কাছাকাছি নাগর নদীতে লাশটি ভাসতে দেখা যায়। 

৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, নিহত রাজুসহ কয়েকজন শ্রমিক পানিপথে ভারতের পাঞ্জাব রাজ্যে গিয়ে ইটভাটায় কাজ করতেন। গত রবিবার  (৫ জুলাই) রাতে তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাড়িতে ফিরছিলেন। 

ওইসময় ভারতের ১৪৬ কৃষানগঞ্জ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় বিএসএফের হাত থেকে পালাতে তারা নাগর নদীতে ঝাঁপ দেন। তবে অন্যরা পাড়ে উঠতে পারলেও, রাজু সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। পরে রাজুর সহকর্মী ও পরিবারের  লোকজন তাকে নদীতে খোঁজাখুঁজি করেও পায়নি।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়