Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৩, ৮ জুলাই ২০২০

স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। এই শিক্ষার্থী কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

রইচ শেখ নামে এই শিক্ষার্থীকে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম শহীদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনাটি ঘটে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কাশিয়ানী উপজেলার চর পিংগলিয়ায়। 

আহত রইচ শেখের চাচা মো. আবুল কালাম কালু বলেন, “সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহীদুল ইসলাম শহীদ আমার ভাতিজা রইচ শেখকে ফোন করে চর পিংগলিয়া গ্রামের জুলফিকার মিনার চায়ের দোকানের কাছে যেতে বলে। রইচ   তার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে সেখানে যায়। তাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শহিদ ও তার লোকজন চাইনিজ কুড়াল, রামদা দিয়ে হাত, পা, মাথা ও শরীর বিভিন্ন স্থানে তাকে এলোপাথাড়ি  কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।

এসময় হামলাকারীরা তার পকেট থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রইচ শেখের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে  কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাকে হত্যার উদ্দেশে তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আহত রইচ শেখের চাচা মো. আবুল কালাম কালু   কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।   

হাসপাতালের চিকিৎসাধীন রইচ শেখ বলেন, ঢাকা থেকে আব্বুর পাঠানো টাকা বিকাশ থেকে তুলে বাড়ি যাওয়ার সময় শহীদুল ইসলাম শহীদ আমাকে ফোন করে দেখা করতে বলে। আমি আমার বন্ধু আরমান মুন্সীকে সাথে নিয়ে দেখা করতে করি। তারপর শহীদ  ও তার লোকজন আমার উপর অতর্কিতে  হামলা করে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। 

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির বলেন, “হামলাকারীরা রইচ শেখ নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহত রইচ শেখের চাচা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়