Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

চান্দিনা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৫, ৮ জুলাই ২০২০
আপডেট: ১৮:৫৭, ৮ জুলাই ২০২০

গণধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার।

চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বাসিন্দা ওই নারী চাকরির সুবিধার্থে দেবীদ্বার উপজেলার একটি গ্রামে ভাড়া থাকতেন। সোমবার রাত ৯টায় ডিউটি শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। এসময় তাকে ধরে নিয়ে ধর্ষণ করে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তিন যুবক। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই তিন ধর্ষককে আটক করেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে ধর্ষণের ঘটনায় বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গার্মেন্টস কর্মী। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে খোকন (২৯), কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের ফরিদুর রহমানের ছেলে আব্দুল মান্নান (২৮)। তারা উভয়ই চান্দিনার বেলাশহর গ্রামে ভাড়ায় বসবাস করেন। অপরজন হলো- চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের কালু মিয়ার ছেলে ফরিদ (২৬)।


চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, ঘটনাস্থলটি চান্দিনা বাজারের সন্নিকটে হলেও তা দেবীদ্বার থানার অধীনে। তারপরও ঘটনাটি মোবাইল ফোনে শোনার সঙ্গে সঙ্গে আমি ও আমার থানার উপ-পরিদর্শক নোমানকে সাথে নিয়ে অভিযান চালিয়ে তিন ধর্ষককে আটক করি এবং মোবাইল ফোনটিও উদ্ধার করি। ভোরে দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়