Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪১, ৯ জুলাই ২০২০

তুচ্ছ ঘটনায় শিক্ষার্থী ও তার মাকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবিদ কাউসার ও তার মাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জুলাই) খুলনা জেলার ফুলবাড়ি গেট সংলগ্ন জাব্দিপুরে ঐ শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী মো. আবিদ কাউসার বলেন, “ড্রেন পরিষ্কার করতে গেলে প্রতিবেশী অহিদুজ্জামান এবং আল-আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই প্রতিবেশী এবং তাদের পরিবারের আরও কয়েকজন সদস্য আমার উপরে ধারালো অস্ত্র এবং রড দিয়ে আঘাত করে। এসময় আমার মা এগিয়ে আসলে তার উপরেও হামলা করা হয়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। 

আবিদ জানান, এই মুহূর্তে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে প্রতিবেশী অহিদুজ্জামান বলেন, হামলার ঘটনা মিথ্যা। উল্টো আবিদের পরিবার আমার বাবার উপর হামলা করে তাকে আহত করেছে।

এ ব্যাপারে খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাটি জানতে পেরে সেখানে আমাদের কর্মকর্তা পাঠিয়েছি। প্রাথমিক তদন্ত শেষে আমরা মামলা রজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।”

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়