Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ১১ জুলাই ২০২০

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত

বান্দরবানের রোয়াংছড়ি সামুক ঝিড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫) নামের এই নারী শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী জুম চাষ করে নিজ বাড়িতে ফেরার পথে ওই ঘটনা ঘটে। নিহত শান্তিলতার বাড়ি রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিড়ি এলাকায়। 

একই ঘটনায় আহত হয়েছে ওই নারীর সাতবছরের শিশু। আহত শিশুকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মরদেহ রাখা হয়েছে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

নিহতের স্বামী রাংগোয়াই তঞ্চঙ্গ্যা ও গ্রামবাসী জানান, জুম চাষ থেকে ফেরার পথে পাহাড়ের গাছের ফাঁক থেকে গুলি চালায়। এসময় শান্তিলতা ও তার শিশুর গায়ে গুলি লাগে। ঘটনাস্থলেই শান্তিলতার মৃত্যু হয়। 

সেসময় গুলির শব্দ শুনে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন। 

আইনিউজ/টিএ

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়