Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩১, ১১ জুলাই ২০২০

করোনা কেড়ে নিল বগুড়ার আরডিএ মহাপরিচালকের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম। শনিবার (১১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরডিএ’র পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ) সুফিয়া নাজিম জানান, গত ২৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন আমিনুল। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

২৯ জুন থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

আমিনুল ইসলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ও অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম (১৯৮৬) ব্যাচের কর্মকর্তা ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়