Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ১২ জুলাই ২০২০
আপডেট: ১২:৩৭, ১২ জুলাই ২০২০

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়ালো

গোপালগঞ্জে এ পর্যন্ত ৬১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পরে।

এ নিয়ে গোপালগঞ্জে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০০১ জনে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ রবিবার (১২ জুলাই) সকালে এ তথ্য জানান।

গত ২৪ ঘন্টায় ২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৭৩ জন। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯ জন, কোটালীপাড়ায় ৩ জন, মুকসুদপুরে ৩ জন রয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়