Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬, ১৪ জুলাই ২০২০

নারায়ণগঞ্জে বিধবা নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে সত্যভান্দী ভূঁইয়া বাড়ির পেছনে সৌচাগারের ট্যাঙ্কির পাশে পড়ে থাকা অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

শিল্পি আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি স্থানীয় সত্যভান্দী এলাকার মৃত সুমনের স্ত্রী।

তবে পুলিশের প্রাথমিক ধারণা, তাকে কেউ শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।

আড়াইহাজার থানার এসআই শফিকুল জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। মৃতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি দুই সন্তানের মা ছিলেন। কয়েক বছর আগে তার স্বামী সুমনকে তার কর্মস্থলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। 

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়