নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২৮, ১৭ জুলাই ২০২০
ব্যাগে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, লাইভে আসায় প্রতারক ধরা

ছবি: ভিডিও থেকে নেয়া
নিজেকে ‘পুলিশ’ পরিচয় দিয়ে পর্যটকের ব্যাগে ইয়াবা ঢোকানোর চেষ্টা করছিল এক প্রতারক। এ সময় ওই পর্যটকের দল ফেসবুক লাইভে এসে তার পরিচয় জানতে চাইলে ও চাপাচাপির এক পর্যায়ে সন্দেহ হয় তাদের। পরে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে নাটোরে।
আটক প্রতারকের নাম শাহীন আলম (২৮)। তার বাড়ি নাটোর শহরতলির উলিপুর আমহাটি এলাকায়।
পর্যটকরা জানান, সোমবার তারা রাজশাহীর ভাটাপাড়া যুব সংঘের কয়েকজন সদস্য ৭টি মাটরসাইকেল নিয়ে নাটোরের পাটুল এলাকায় হালতিবিলে ঘুরতে আসেন। নাটোর শহর অতিক্রম করে দিঘাপতিয়া গণভবন এলাকা ছাড়ার সময় একটি মোটরসাইকেল পিছনে পড়ে। এ সময় শাহীন ওই মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জোর করে তাদের ব্যাগ তল্লাশির চেষ্টা করে। এ সময় সে একজনের ব্যাগে ইয়াবা ঢোকানোর চেষ্টা করলে ওই মোটরসাইকেলে থাকা যুবকরা ফোনে তাদের সহযাত্রীদের ডাকেন। তারা এসে ঘটনাটি ফেসবুক পেজে সরাসারি লাইভ করলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পরে পর্যটকদের ওই টিম শাহীনের পরিচয় জানার জন্য চাপ দিলে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে ধরে নাটোর থানায় সোপর্দ করে।
নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুবকরা এখনো থানায় রয়েছেন। শাহীন আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
ভিডিও দেখুন এখানে
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন