নিজস্ব প্রতিবেদক
তীব্র ঘূর্ণি স্রোত ১৫০ যাত্রী নিয়ে মাঝ পদ্মায় ফেরি আটকা

ফাইল ছবি
তীব্র ঘূর্ণি স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটে মাঝ পদ্মায় ১৫০ যাত্রী ও ২৯টি যানবাহনসহ আটকে আছে একটি ফেরি।
পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ও নাব্য সংকটের কারণে শুক্রবার সকাল থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে আটকে পড়েছে প্রায় দেড় হাজার ছোটবড় যানবাহন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
শিমুলিয়া ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের বন্যার পানি পদ্মা নদী হয়ে সাগরের দিকে যাচ্ছে। এতে নদীতে প্রচণ্ড ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয়েছে। স্রোতের সঙ্গে পলি মাটি এসে ফেরি চলার বিভিন্ন চ্যানেল ভরাট হয়ে যাচ্ছে। এ কারণে গত ৮-১০ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অর্ধেকের বেশি ফেরি প্রায় বন্ধ রাখতে হচ্ছে। গত তিনদিন ধরে এটি প্রকট আকার ধারণ করেছে। দিনে দু-চারটি ফেরি চললেও রাতে বন্ধ রাখতে হচ্ছে।
সকালে শিমুলিয়া ঘাট থেকে তিনটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে রওনা হয়। স্রোত ও নাব্য সংকটের জন্য চ্যানেলের মুখ দিয়ে ফেরি ঢুকতে পারছিল না। দুটি ফেরি শিমুলিয়া ঘাটে ফেরত আসলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫০ জন যাত্রী ও ২৯টি যানবাহন নিয়ে শাহ মখদুম ফেরিটি নদীতে আটকে আছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে ফেরি চলাচল বন্ধ আছে। স্রোতের কারণে ফেরি চলাচলের বয়াবাতি জায়গা থেকে সরে যাচ্ছে। বন্যার পানির সঙ্গে ভেসে আসা ময়লা-আবর্জনা ফেরির ইঞ্জিন বিকল করে দিচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে প্রায় রাতে ফেরি বন্ধ রাখতে হচ্ছে। শুক্রবার নদীতে একটি ফেরি আটকা পড়েছে। যাত্রীদের উদ্ধারে নৌ পুলিশ ও উদ্ধারকারী জাহাজ কাজ করছে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন