গোয়ালন্দ প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির অপেক্ষায় দীর্ঘ লাইন

পদ্মা নদীর পানি এখনও বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কারণে ফেরি নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে।
ফলে নদীর উভয় পাশে পারাপারের অপেক্ষায় যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। তিন থেকে চারদিন অপেক্ষার পর ফেরির দেখা পাচ্ছে চালকরা। ফলে চরম বিপাকে পড়েছে তারা। ফেরির জন্য সারা রাত তাদের সড়কেই রাত কাটাতে হচ্ছে।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভয়াবহ যানজট লেগে আছে। দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দের মোড় হতে রাজবাড়ীর দিকে ৬ কিলোমিটার সড়কে নদী পারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক। অন্যদিকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার পর্যন্ত প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য অপেক্ষা করছে।
দিনের পর দিন সড়কে ফেরির অপেক্ষায় থাকতে থাকতে চরম মানবেতর জীবন-যাপন করছে চালক ও শ্রমিকরা। ঝিনাইদহ থেকে আসা ট্রাক চালক সালাম শেখ বলেন, মঙ্গলবার সকালে এখানে এসেছি। আজ শুক্রবার, এখনও ফেরির ধারের কাছেও যেতে পারিনি। কবে পাব তাও জানি না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, বর্তমান এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। কিন্তু নদীতে তীব্র স্রোতের কারণে চরম ব্যাহত হচ্ছে চলাচলে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন