Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ১৮ জুলাই ২০২০

নদীগর্ভে বিলীন মুন্সিগঞ্জের তিন মসজিদ

টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে নদীভাঙন। এ অবস্থায় মুন্সিগঞ্জের পদ্মা নদীর ভাগ্যকূল পয়েন্টে বিপৎসীমার ৬২ এবং মাওয়ায় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ফলে প্লাবিত হচ্ছে সেখানকার নতুন নতুন এলাকা। ইতোমধ্যে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাইয়ারপাড় গ্রামের হাইয়ারপাড় জামে মসজিদ। একই উপজেলার বেতকা পশ্চিমপাড়া জামে মসজিদও ভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের একটি মসজিদের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে।  মসজিদের বাকি অংশে গতকাল শুক্রবার (১৭ জুলাই) শেষ জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

এছাড়া টঙ্গিবাড়ী উপজেলার বাইনখাড়া মুন্সিবাড়ি পয়েন্টে দুই সেতুর সংযোগ সড়কের একাংশ নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। এতে কামারখাড়া-আদাবাড়ি এবং দীঘিরপাড়-কামারখাড়া-ভাঙ্গুনিয়া সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

মুন্সিগঞ্জ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, গঙ্গা ও পদ্মা অববাহিকার নদীগুলোতে পানি বাড়ার প্রবণতা আগামী দুইদিন অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়