মুন্সীগঞ্জ প্রতিনিধি
চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর সন্তানসম্ভবা স্ত্রী খাদিজা বেগমের (৩০) মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নার্সসহ হাসপাতালটির ব্যবস্থাপককে আটক করে।
আটককৃতরা হলেন, হাসপাতালের ব্যবস্থাপক পলাশ রায় (৩০), নার্স ফাতেমা (২৮), পূজা দত্ত (২৫) ও মিতু আক্তার (২৩)।
শনিবার দুপরে খাদিজা বেগমকে (৩০) প্রসব বেদনা নিয়ে ভর্তি করা হয় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি. এইচ মেমোরিয়াল হাসপাতালে। বিকাল চারটার দিকে তার সিজারিয়ান অপারেশন হয়। কিন্তু, অপারেশনের পর সদ্য জন্ম নেওয়া শিশুটিকে বাঁচানো গেলেও মা খাদিজা মারা যান।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, স্বজনদের অভিযোগ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। এ কারণে চিকিৎসকদের পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য ব্যবস্থাপক ও নার্সদের আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, যে হাসপাতালে অপারেশন হয়েছে সেটি একটি রেজিস্টার্ড হাসপাতাল। চিকিৎসকের অবহেলা ছিলো কিনা আমরা তা খতিয়ে দেখবো।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন