Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ১৯ জুলাই ২০২০

বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

খুলনার রূপসা উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন নৈহাটী গ্রামের দক্ষিণাড়ার (হোগলডাঙ্গা) আবজাল হোসেন শেখের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে।

শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে। অপরাধীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ডেকে থানায় আনা হয়েছে।

পুলিশ জানায়, একমাস আগের একটি বিরোধকে কেন্দ্র করে সুমনের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় একই গ্রামের মাহমুদুল ঢালি (২২) নামে এক যুবকের।

ওই ঘটনার জের ধরে শনিবার দিবাগত রাতে নৈহাটী মোড়ের বসিরের চায়ের দোকানের সামনে তারা একত্রিত হলে আবারও বিবাদ হয়। একপর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে। এতে সুমন মারাত্মক জখম হয়।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে দ্রুত খুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আইনিউজ/টিএ

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়