টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি

টাঙ্গাইলে চার নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। জেলার নিমাঞ্চল ও চরাঞ্চলের অনেক গ্রামের ঘড়-বাড়ি ও বন্যার পানিতে তলিয়ে আছে। জেলায় প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দ্বিতীয় দফায় বন্যায় এখন পর্যন্ত ৫ হাজার ২২৬ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বোনা আমন, রোপা আমন (বীজতলা), আউশ সবজি, তিল রয়েছে।
জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত ২ কিলোমিটার সম্পূর্ণ কাঁচা রাস্তা এবং আংশিক ১৯৭ কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ৫৫ কিলোমিটার পাকা রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সম্পূর্ণ চারটি ব্রিজ এবং আংশিক ২৩টি ব্রিজ ক্ষতি হয়েছে। সোমবার সকালে ধলেশ্বরী নদীর পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫৩ সেন্টিমিটার, বংশাই নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি কমে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত (সোমবার পর্যন্ত) টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার, ভূঞাপুর, কালিহাতী, ধনবাড়ী এবং গোপালপুর উপজেলার ৪২টি ইউনিয়নের অন্তত ৩০৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ১ লাখ ৯৩ হাজার ৪১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দি পরিবারের সংখ্যা ৩৮ হাজার ৪৭৮টি। আর পানিবন্দি লোক সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৯১২ জন। অপরদিকে ৭৫২টি ঘরবাড়ি সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে এবং আংশিক ৬ হাজার ২৮১টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। এছাড়াও নাগরপুরে একটি স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আংশিক আরও ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন