Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ২১ জুলাই ২০২০
আপডেট: ২১:৫৫, ২১ জুলাই ২০২০

তথ্য মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান পেলেন জামালপুরের চার সাংবাদিক

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপির সুপারিশে মন্ত্রণালয়ের অধীনস্হ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন জামালপুর জেলার ৪ জন  অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিক। সোমবার (২০ জুলাই) জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এই অনুদানের চেক বিতরণ করেছেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তার লক্ষ্যে স্ব স্ব প্রেসক্লাব অথবা সাংবাদিক সংগঠন থেকে আবেদন করতে বলা হয়।

সেই আবেদনের প্রেক্ষিতে জামালপুরের কৃতি সন্তান তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপির সুপারিশে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত সাংবাদিক এ.কে.এম মুশাররফ হুসেনকে ১ লক্ষ টাকা, জামালপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দি ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি (কলেজ শিক্ষক) এবিএম আমিনুল ইসলাম লিটনকে ৫০ হাজার টাকা, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক জামালপুর এক্সপ্রেসের সম্পাদক মো: জাহিদ আনোয়ারকে ১ লক্ষ টাকা ও জামালপুর প্রেসক্লাবের সদস্য বিটিভির জেলা সংবাদদাতা মোস্তফা বাবুলকে ২ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।

এ দিকে গত ১৬ জুলাই দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে.এম মুশাররফ হুসেন অসুস্থ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। সাংবাদিক এ.কে.এম মোশাররফের পক্ষে তার মেয়ে মিতু আক্তার অনুদানের চেক গ্রহণ করেন।

এ সময় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়