Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ২২ জুলাই ২০২০

জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪৯ জনে

সারাদেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিনই শনাক্তের তালিকা একটু একটু করে বড় হচ্ছে। প্রত্যেকটি জেলায় শনাক্ত করা হচ্ছে নতুন কোভিড-১৯ রোগীদের। অন্যান্য জেলার মতো জামালপুরেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা ।

বুধবার (২২ জুলাই) জামালপুরে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে সদর ৭ জন, ইসলামপুর ২ জন এবং বকশীগঞ্জে ৩ জন রয়েছেন। আক্রান্তের সাথে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন। তবে সেই সময় জেলাটিতে কেউ মারা যান নি। 

নতুন শনাক্ত ১২ জনসহ জামালপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৯ জনে। এদের মধ্যে সদরে ৩৪৭ জন, মেলান্দহে ৯৩ জন, মাদারগঞ্জে ৪৮ জন, ইসলামপুরে ১৪৫ জন, সরিষাবাড়ীতে ১০৬ জন, দেওয়ানগঞ্জে ৪১ জন এবং বকশীঞ্জে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছেন।  

জামালপুরে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৩০ জন। এর মধ্যে সদরে ২৪১জন,  মেলান্দহে ৮০, মাদারগঞ্জে ৪২, ইসলামপু্রে ১০২, সরিষাবাড়ীতে ৬৯ জন, দেওয়ানগঞ্জে ৩৪ জন এবং বকশীগঞ্জে  ৬২জন করোনাকে জয় করেছেন। জামালপুরে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন মোট ১১ জন। বর্তমানে জেলাটিতে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়