Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৯, ২৩ জুলাই ২০২০

গাঁজা বাগানে অভিযান, একজন আটক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারোদাগ এলাকায় লুকিয়ে চলছিল গাঁজার আবাদ। চারপাশে কলা গাছে ঘেরা, মাঝখানে চলছিল গাঁজার আবাদ। স্থানীয় প্রশাসন অবশেষে ওই গাজা বাগানে অভিযান চালিয়েছে, আটক করেছে জমির মালিককে।

বৃহস্পতিবার সকালে এ অভিযান চালায় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেয়া ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, হার্ডিঞ্জ সেতুর ভেড়ামারা প্রান্তের পূর্ব পাশে চারদিকে কলাগাছে ঘেরা একটি জমিতে গাঁজা চাষ করা হয়েছে এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালান। এ সময় ওই জমিতে লাগানো ৫৫টি গাঁজা গাছ কেটে ফেলা হয়।

তিনি জানান, গাছগুলো প্রায় আট মাস আগে লাগানো হয়েছিল। ঘটনায় আটক করা হয়েছে জমির মালিক রকিব প্রামাণিককে। তিনি বারোদাগ গ্রামের আহাদ আলী প্রামানিকের ছেলে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়